সংবাদ শিরোনাম ::   
                            
                            ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী এসি বাসে আগুন
																
								
							
                                
                              							  ডেস্ক রিপোর্ট									
								
                                
                                - আপডেট সময় : ০৬:০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯ ৪০০ বার পড়া হয়েছে
 
৩ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,ডেস্ক রিপোর্ট :
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) দূরপাল্লার একটি বাসে আগুন ধরে পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৩ জুন) সকাল ৬টার দিকে উপজেলার নয়াডিঙ্গী এলাকায় কে-লাইন পরিবহনের এসি বাসে আগুন লাগার এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে কে-লাইনের বাসে আগুন লেগে যায়। এ সময় বাস থেকে যাত্রীরা নিরাপদে নামতে পেরেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল
																			










