সংবাদ শিরোনাম ::
ঢাকা আইনজীবী সমিতির ভবনে আগুন
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৭:১৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ২৭৬ বার পড়া হয়েছে
২ জানুয়ারি ২০২০ ইং, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
ঢাকা আইনজীবী সমিতির ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থায়ী ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কোতয়ালী স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি ভবনের এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে বেশ কিছু নথি ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।













