কুমিল্লার মেঘনায় জেনারেল ভূঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৯:২১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ২৪২ বার পড়া হয়েছে
৯ মে ২০২০, আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি :
প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে মেঘনা উপজেলার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেনারেল ভূঁইয়ার প্রতিনিধি হয়ে, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন, উপজেলা আ’লীগ সভাপতি লিল মিয়া, সম্পাদক আব্দুস ছালাম, আজ দুপুরে ত্রাণসামগ্রী নিয়ে মেঘনা উপজেলায় যায়।
মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিলন সরকার, মহিলা আ’লীগের সভাপতি হালিমা আক্তার, যুবলীগনেতা মজিবুর রহমান ও যুবলীগ সাধারন সম্পাদক গাজী দেলোয়ার মাস্টার উপস্থিতিতে ত্রান সামগ্রী বুঝিয়ে দেন।