ঈদ বোনাসের টাকা অসহায়দের বিলিয়ে দিলেন ওসি নাজমুল

- আপডেট সময় : ০৫:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ৫৮২ বার পড়া হয়েছে
২২ মে,২০২০, আজকের মেঘনা ডটকম, সেলিম আহাম্মেদ :
কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের কাজী আবু নাছেরের বড় ছেলে কুমিল্লা জেলার মেঘনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী নাজমুল হক বাবু তাঁর পবিত্র ঈদুল ফিতরের বোনাসের টাকা দিয়ে চাপিয়া গ্রামের ৩০ দরিদ্র ও ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তার ছোট ভাই কাজী দেলোয়ার হোসেন নিপু। এসময় উপস্থিত ছিলেন চাপিয়া গ্রামের বিশিষ্ট পল্লী চিকিৎসক কাজী মাহবুব আলম। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি, এক প্যাকেট পাউডার দুধ, এক কেজি পোলাও চাল, এক কেজি পিয়াজ, দুই লিটার সয়াবিন তেল ও নগদ দুই শত টাকা। নগদ দুই শত টাকা দেওয়া হয় ঈদের দিন মোরগের মাংস কেনার জন্য। এব্যাপারে ওসি কাজী নাজমুল হক বাবু মুটোফোনে বলেন, আমি আমার ঈদ বোনাসের টাকা দিয়ে এই দরিদ্র ৩০টি পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরেছি তা ই আমার স্বার্থকতা।