সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৫:৫৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০ ২৪৫ বার পড়া হয়েছে
ঢাকা, সোমবার, ০৩ আগষ্ট ২০২০ (স্টাফ রিপোর্টার): ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী একটি পিকআপ ভ্যান ও মানিকগঞ্জগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনে থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান।তিনি আরও জানান, ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যান। পরিবহন দুথটি আটক করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
















