পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

- আপডেট সময় : ০৮:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ২১৪ বার পড়া হয়েছে
২৬ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
পানির তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হলো মালায়ালম অভিনেতা অনিল নেদুমাঙ্গাদের। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ঘটে বিপত্তি। হঠাৎ করেই পা পিছলে পানির প্রবল স্রোতে ভেসে যান তিনি। তার জেরে ঘটে দুর্ঘটনা। তাঁর বয়স হয়েছিলো ৪৬।
‘আয়াপ্পানুম কোশিয়াম’, ‘কামাত্তিপাদাম’, ‘পরিঞ্চু মারিয়াম যোশি’, ‘পাভাদা’সহ একাধিক মালায়লম ছবিতে জনপ্রিয় মুখ তিনি। তার পরবর্তী ছবির জুজু জর্জের শুটিং চলছিলো।
বড়দিন (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে শুটিংয়ের বিরতির মাঝেই মালাঙ্কারা বাঁধে গোসল করতে নামেন অভিনেতা। সেই সময় ঘটে যায় দুর্ঘটনা।
অভিনয় জগতে প্রবেশের আগে টেলিভিশন সঞ্চালক ও প্রযোজক ছিলেন অনিল। এরপরই ২০১৪ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। পরিচালক রাজেশ রবির ‘নিজন স্টিভ লোপেজ’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তিনি।
অনিল নেদুমাঙ্গাদের মৃত্যু খবরে দক্ষিণী সিনেমা জগতে নেমে আসে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে কার্যত সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন সিনেমা জগতের অনেকেই।