টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
- আপডেট সময় : ১১:০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ২৩৫ বার পড়া হয়েছে
১২ মে ২০২১,আজকের মেঘনা ডটকম,
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর)।
মামলার সূত্র জানা যায়,গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার খকনী দৌলতপুর গ্রামের মৃত শহিদ আলী প্রামাণিকের ছেলে হোসেন আলী (৩৫)।
জানা যায়, দীর্ঘদিন ধরে সে এলাকার বিভিন্ন জায়গায় মাদক সেবীদের মাঝে ইয়াবা সরবরাহ করে আসছিলো।
মঙ্গলবার (১১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই নুরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল সদরের চৌরাকরা বাজারে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
















