অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন দ্রব্য তৈরির অপরাধে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

- আপডেট সময় : ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
২৩ মে,২০২১,আজকের মেঘনা ডটকম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য তৈরির অপরাধে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার(২২ মে)বিকেলে টাঙ্গাইল শহরের পার্ক বাজার রোড সংলগ্ন কলেজ পাড়ায় অবস্থিত গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালায় টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।
অভিযান পরিচালনা কালে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডার এর নোংরা পরিবেশ, মিষ্টির পাত্র খোলা রাখা, মরা মাছি পড়ে থাকা সহ পুরো পরিবেশ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ লংঘন করার অপরাধে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় গৌর চন্দ্র ঘোষকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।