সংবাদ শিরোনাম ::
বিধিনিষেধ বাড়লো ৩০শে মে পর্যন্ত, দূরপাল্লার গণপরিবহন চলাচলের অনুমতি

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ১২:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১ ২২৫ বার পড়া হয়েছে
২৩ মে ২০২১,আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে ৩০শে মে পর্যন্ত করেছে সরকার। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলায় সব ধরনের গণপরিবহন (দূরপাল্লার বাস) চলাচলের অনুমতি দেয়া হয়েছে। হোটেল-রেস্তুরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খাওয়ারও অনুমতি দেয়া হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত মাসের শুরুতে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ৫ই এপ্রিল শুরু হওয়া এই বিধিনিষেধ দফায় দফায় বাড়ানো হয়। তবে মানুষের জীবিকার তাগিদে কিছু শর্ত শিথিল করা হয়েছে। খুলে দেয়া হয়েছে দোকান, মার্কেট, শপিং মল। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীসহ জেলা শহরগুলোতে চলাচলের অনুমতি দেয়া হয়েছে গণপরিবহনগুলোকে।।