সংবাদ শিরোনাম ::   
                            
                            মেঘনায় রাতের আধারে ইন্টারনেটের তার কেটে দিয়েছে দূর্বৃত্তরা
 
																
								
							
                                
                              							  ডেস্ক রিপোর্ট									
								
                                
                                - আপডেট সময় : ১২:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১ ৬৮৪ বার পড়া হয়েছে
৫ জুন ২০২১,আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি :
কুমিল্লার মেঘনা উপজেলায় অপটিক্যাল ফাইবার(ইন্টারনেট) তার কেটে দিয়েছে দূর্বৃত্তরা। গত রাতে উপজেলার মানিকার চর ইউনিয়নের বড় নোয়াগাও গ্রামের দক্ষিণ পাশে বিদ্যুৎ এর খুটি দিয়ে টানানো তার কেটে দিয়েছে। ইন্টারনেট সংযোগ দেওয়ার মালিক সিএন এন বাংলা টিভির মেঘনা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বলেন উপজেলা সংলগ্ন মেঘনা উপজেলা প্রেসক্লাব সহ এলাকায় টানানোর জন্য ১১ শত মিটার অপটিক্যাল ফাইবার তার বিদ্যুৎ এর খুটি দিয়ে টানানো হয় কে বা কারা রাতের আধারে ৫ শত মিটার তার কেটে  টুকরো টুকরো করে এ বিষয়ে মেঘনা থানাকে অবহিত করা হয়েছে।
 
																			















