সংবাদ শিরোনাম ::   
                            
                            মেঘনায় নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ জেলের ১ দিন পর লাশ উদ্ধার
 
																
								
							
                                
                              							  ডেস্ক রিপোর্ট									
								
                                
                                - আপডেট সময় : ০১:০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ২৫০ বার পড়া হয়েছে
১৬ জুন ২০২১, আজকের মেঘনা. কম,মেঘনা প্রতিনিধি :কুমিল্লার মেঘনা উপজেলায় নদীতে মাছ শিকার করতে গিয়ে
নিখোঁজ হয় সামসুল হক নামের এক জেলে একদিন পর লাশ উদ্ধার করে মেঘনা থানা পুলিশ।
উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামের মোঃ সামসুল হক মোল্লা (ধনা মিয়া) গত ১৫জুন মঙ্গলবার ভোরে প্রতিদিনের মতই গ্রামের উত্তর পাশের বড়ইকান্দি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ সামসুল হক এর স্ত্রী রবীনুর মেঘনা থানায় একটি সাধারণ ডায়রি করেন। মেঘনা থানা পুলিশের তদন্ত অফিসার বিষয়টি সরেজমিন পর্যেবেক্ষণ এর জন্য নিখোঁজ সামসুল হক এর বাড়িতে গিয়ে নানা বিষয় তদন্ত করেন। , আজ বুধবার রাত ৮টায় শিবনগর গ্রামের পাশের নদী থেকে সামসুল হকের লাশ উদ্ধার করেছেন মেঘনা থানা পুলিশ।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মেঘনা থানা পুলিশ হেফাজতে রয়েছে।
 
																			















