ফতুল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

- আপডেট সময় : ০৯:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
১৯ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১৯ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মাসদাইর আমানা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আফসার উদ্দিন (৫৬) ও আব্বাস উদ্দিন (৪৮)। আফাজ উদ্দিন ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে ও আব্বাস উদ্দিন একই এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে। তারা শহরের টানবাজার সুতার গতিতে লেবারের কাজ করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউজ্জামান বলেন, কাভার্ডভ্যান (নং (ঢাকা মেট্রো-ন-১৭-৭৯৬২) ও ব্যাটারি চালিত অটোরিকশা মিশুকের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, স্থানীয়রা চালক রাসেলসহ (৩৫) কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশে সোপর্দ করেন।