সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় ফ্লাইওভার ধসে ২ বাংলাদেশি আহত

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৯:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ৩৩০ বার পড়া হয়েছে
২০ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
মালয়েশিয়ায় ফ্লাইওভার ধসে ২ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সুঙ্গাই বুলু কোটা দামানসারা মহাসড়কে নির্মাণাধীন ফ্লাইওভারের স্লাব ধসে দুই বাংলাদেশি কর্মী আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন। পরে আহতদের সুঙ্গাই বুলু হাসপাতালে ভর্তি করা হয়। সিলাংগরের ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগের প্রধান নুরজাম খামিস জানান, শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। কোটা দামানসারা বহির্গমন টোলের নিকটে ১২ মিটার উঁচু কংক্রিটের কাঠামোর আওতায় এ দুজন বাংলাদেশি কর্মী কাজ করছিলেন।