কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি

- আপডেট সময় : ০৭:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১ ২০৮ বার পড়া হয়েছে
২৬ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুককে বহনকারী হেলিকপ্টারে হামলার ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে করে ভেনেজুয়েলা সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট ইভান ও তার সফরসঙ্গীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার এ হামলা হয়। এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ইভান দুক। প্রেসিডেন্ট ইভান এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমি এ ধরনের সংঘাত ও সন্ত্রাসবাদে ভীত নই।’
টুইটারে পোস্ট করা ভিডিওতে প্রেসিডেন্ট ইভান বলেন, ‘আমাদের দেশ বেশ শক্তিশালী এবং কলম্বিয়া এমন হুমকিকে শক্ত হাতে মোকাবিলা করবে। এ হামলার পেছনে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো, স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল প্যালাসিওস এবং নর্তে দে সান্তান্দেরের গভর্নর সিলভানো সেরানো। তবে এ হামলায় কেউ আহত হয়নি বলে জানান প্রেসিডেন্টের এক মুখপাত্র।