সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে এয়ার বেলুন বিধ্বস্ত, নিহত ৫ (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ২৮৫ বার পড়া হয়েছে
২৭ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্ক শহরে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
শহরের পশ্চিম অংশে একটি ব্যস্ত রাস্তায় শনিবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ৭টার দিকে বেলুনটি বিদ্যুৎ এর তারের ওপর বিধ্বস্ত হয় বলে পুলিশের মুখপাত্র গিলবার্ট গ্যাল্লেগোস জানিয়েছেন। বেলুনটিতে থাকা চালকসহ পাঁচজনই নিহত হন। নিহতের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। বেলুনটি বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়ায় সেখানে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পরে ১৩ হাজারেরও বেশি বাড়ি। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে দুজন কর্মকর্তাকে পাঠিয়েছে জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড।















