ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অস্ত্র ও পোষ্টার সহ ৪জন আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ২১৯ বার পড়া হয়েছে

২৯ জুন ২০২১, আজকের মেঘনা. কম,খাগড়াছড়ি প্রতিনিধি, সোহাগ মজুমদার :

খাগড়াছড়িতে ২৯ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়ন হতে
জি এস ও টু ( ইন্ট) এর নেতৃত্বে একটি টহল দল বাইল্যাছড়ি, গুইমারা,
খাগড়াছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
ঘটনাস্থল হতে ০১টি এলজি, ০১টি এ্যামোঃ, ৩০টি অবৈধ পোষ্টার, ৫টি
মোবাইল, ১টি চাঁদা আদায় বই এবং নগদ ৮৯০ টাকাসহ ০৪ জন
ইউপিডিএফ (মূল) দলের দুস্কৃতিকারীকে আটক করা হয়।
আটককৃত ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা হলেন বাইল্যাছড়ি এলাকার
প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা (৫০), পিতা-টোক্কা চাকমা,
বাইল্যাছড়ি, গুইমারা, খাগড়াছড়ি, সশস্ত্র ক্যাডার জুকের মারমা (১৯),
পিতা-রাজু মারমা, কচুখালী, কাউখালী, রাঙ্গামাটি, বাইল্যাছড়ি এলাকার
সহকারী টোল আদায়কারী উকাচিং মারমা (২৮), পিতা-সুইপা মারমা,
বৌদ্দমন্দিরপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, বাইল্যাছড়ি এলাকার সহকারী
টোল আদায়কারী থোইচিং মারমা (২০), মাতাঃ-লাওসিং মারমা, বাইল্যাছড়ি,
গুইমারা, খাগড়াছড়ি।
দুস্কৃতিকারীদেরকে অস্ত্র এ্যামোনিশন ও রাষ্ট্র বিরোধী পোষ্টারসহ গুইমারা
থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

খাগড়াছড়িতে অস্ত্র ও পোষ্টার সহ ৪জন আটক

আপডেট সময় : ০৯:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

২৯ জুন ২০২১, আজকের মেঘনা. কম,খাগড়াছড়ি প্রতিনিধি, সোহাগ মজুমদার :

খাগড়াছড়িতে ২৯ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়ন হতে
জি এস ও টু ( ইন্ট) এর নেতৃত্বে একটি টহল দল বাইল্যাছড়ি, গুইমারা,
খাগড়াছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
ঘটনাস্থল হতে ০১টি এলজি, ০১টি এ্যামোঃ, ৩০টি অবৈধ পোষ্টার, ৫টি
মোবাইল, ১টি চাঁদা আদায় বই এবং নগদ ৮৯০ টাকাসহ ০৪ জন
ইউপিডিএফ (মূল) দলের দুস্কৃতিকারীকে আটক করা হয়।
আটককৃত ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা হলেন বাইল্যাছড়ি এলাকার
প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা (৫০), পিতা-টোক্কা চাকমা,
বাইল্যাছড়ি, গুইমারা, খাগড়াছড়ি, সশস্ত্র ক্যাডার জুকের মারমা (১৯),
পিতা-রাজু মারমা, কচুখালী, কাউখালী, রাঙ্গামাটি, বাইল্যাছড়ি এলাকার
সহকারী টোল আদায়কারী উকাচিং মারমা (২৮), পিতা-সুইপা মারমা,
বৌদ্দমন্দিরপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, বাইল্যাছড়ি এলাকার সহকারী
টোল আদায়কারী থোইচিং মারমা (২০), মাতাঃ-লাওসিং মারমা, বাইল্যাছড়ি,
গুইমারা, খাগড়াছড়ি।
দুস্কৃতিকারীদেরকে অস্ত্র এ্যামোনিশন ও রাষ্ট্র বিরোধী পোষ্টারসহ গুইমারা
থানায় হস্তান্তর করা হয়।