সংবাদ শিরোনাম ::
ইডেন কলেজের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৬:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
০১ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর ইডেন কলেজের সামনের ফুটপাত থেকে একদিন বয়সী কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ তথ্য নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ বলেন, আজ সকালে খবর পেয়ে আজিমপুর এলাকায় ইডেন কলেজের মূল ফটকের পাশে ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মরদেহ নীল রঙের তোয়ালে দিয়ে জড়ানো ছিল। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, কন্যা শিশুটির বয়স এক দিন। মৃত অবস্থায় কেউ সেখানে ফেলে গেছে। বিস্তারিত তথ্য তদন্তে উঠে আসবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।