সিলেটে নিজ ঘরে ধর্ষণের শিকার গৃহবধূ

- আপডেট সময় : ১১:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ২৩৮ বার পড়া হয়েছে
০২ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
সিলেটে পিত্রালয়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২১)। ঘরে একা পেয়ে তার মুখ বেঁধে ধর্ষণ করে আমিনুর রহমান আমির নামে এক যুবক পালিয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে সিলেট বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
ধর্ষণের শিকার পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, ১৫ দিন পূর্বে গোয়াইনঘাটস্থ স্বামীর বাড়ি থেকে বিমানবন্দর এলাকায় পিত্রালয়ে বেড়াতে আসেন এক সন্তানের জননী এক গৃহবধূ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিন বছরের শিশুসন্তানকে নিয়ে তার নানা ও নানী ধোপাগুলস্থ তাদের রেস্টুরেন্টে যান। এসময় ওই গৃহবধূ ঘরে একা ছিল। রাত সোয়া ৮টার দিকে একই এলাকার আমিনুর রহমান আমির নামে এক যুবক ঘরে ঢুকে গৃহবধূকে মুখ বেঁধে ধর্ষণ করে।
পরে রাত ৯টার দিকে গৃহবধূর পিতা-মাতা বাড়িতে ফিরলে তাদের উপস্থিতি টের পেয়ে আমির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। অভিযুক্ত আমিরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান আশরাফ উল্যাহ।