ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২১৮ বার পড়া হয়েছে

০৬ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

রাশিয়ার পূর্বাঞ্চলে যাত্রীবাহী নিখোঁজ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। অ্যান-২৬ মডেলের ওই উড়োজাহাজের ২৮ জন যাত্রীর কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়ার কামচাটকা উপদ্বীপের উত্তরের দিকে উড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রুশ কর্মকর্তারা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মাত্র ১০ মিনিট পরই উড়োজাহাজটির অবতরণের কথা ছিল। ওই উড়োজাহাজটিতে এক শিশুসহ ২২ জন যাত্রী এবং ছয় জন ক্রু ছিলেন। পালানার স্থানীয় প্রশাসনের প্রধান ওলগা মখিরিভাও ওই উড়োজাহাজে ছিলেন।

রুশ বার্তাসংস্থা তাসের খবরেও উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানানো হয়েছে। স্থানীয় ওই বিমান সংস্থার প্রধান আলেক্সি খ্রাবরভ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘উড়োজাহাজটির কয়েকটি টুকরো পাওয়া গেছে। এখনই এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্তকারীরা কাজ শুরু করেছেন।’

অসমর্থিত কয়েকটি সূত্র বলছে, মাটিতে অবতরণের সময় পাথরের ওপর আছড়ে পড়ে উড়োজাহাজটি। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

রাশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

আপডেট সময় : ০৭:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

০৬ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

রাশিয়ার পূর্বাঞ্চলে যাত্রীবাহী নিখোঁজ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। অ্যান-২৬ মডেলের ওই উড়োজাহাজের ২৮ জন যাত্রীর কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়ার কামচাটকা উপদ্বীপের উত্তরের দিকে উড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রুশ কর্মকর্তারা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মাত্র ১০ মিনিট পরই উড়োজাহাজটির অবতরণের কথা ছিল। ওই উড়োজাহাজটিতে এক শিশুসহ ২২ জন যাত্রী এবং ছয় জন ক্রু ছিলেন। পালানার স্থানীয় প্রশাসনের প্রধান ওলগা মখিরিভাও ওই উড়োজাহাজে ছিলেন।

রুশ বার্তাসংস্থা তাসের খবরেও উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানানো হয়েছে। স্থানীয় ওই বিমান সংস্থার প্রধান আলেক্সি খ্রাবরভ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘উড়োজাহাজটির কয়েকটি টুকরো পাওয়া গেছে। এখনই এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্তকারীরা কাজ শুরু করেছেন।’

অসমর্থিত কয়েকটি সূত্র বলছে, মাটিতে অবতরণের সময় পাথরের ওপর আছড়ে পড়ে উড়োজাহাজটি। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।