৯৯৯ এ কল: শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

- আপডেট সময় : ০৮:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২০৮ বার পড়া হয়েছে
০৬ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোনের ভিত্তিতে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে কক্সবাজারের মহেশখালী থানার পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন হোয়ানক বড়ছড়া থেকে একজন কলার জানান, সেখানে এক বাবা তাঁর ১৩ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করেছে।
কলার আরও জানান, শিশুকন্যাটির মা বেঁচে নেই এবং তিনি তাদের প্রতিবেশী। ভুক্তভোগী তার ভাই, ভাবী ও বাবার সঙ্গে বসবাস করে। শিশুটি যৌন নিপীড়নের বিষয়টি প্রথমে তার ভাইকে জানায়, পরে তার ভাই এসে তাদেরকে জানালে তারা আইনি সহায়তার জন্য ৯৯৯ এ ফোন করেন।
শিশুটির ভাই এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি তাঁর বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি মহেশখালী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পরে মহেশখালী থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছেন এবং শিশুটির ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করেছেন।