আবিষ্কার হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা

- আপডেট সময় : ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ২১৯ বার পড়া হয়েছে
০৮ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
আফ্রিকার দেশ বতসোয়ানায় বিশাল আকৃতির এক হীরার সন্ধান মিলেছে। গত ১২ জুন কানাডিয়ান মাইনিং কোম্পানি ‘লুকারা’ হীরাটি উত্তোলন করে। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ১ হাজার ১৭৪ ক্যারেটের হীরাটি হাতের তালুতে রাখলে পুরোটা জুড়ে থাকে।
বুধবার বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে দেশটির মন্ত্রিপরিষদে হীরাটি দেখানো হয়।
লুকারার ব্যবস্থাপনা পরিচালক নাসিম লাহড়ি জানান, বিশ্বের বৃহত্তম হীরাগুলোর মধ্যে আকৃতির দিক দিয়ে এর অবস্থান তৃতীয়। বিশাল আকৃতির হীরাটি উত্তোলন করতে পারা বতসোয়ানা ও তাদের প্রতিষ্ঠানের জন্য একটি ইতিহাস। এর আগে ১ জুন বতসোয়ানায় খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা ১ হাজার ৯৮ ক্যারেটের একটি হীরা উত্তোলন করে। ওই সময় এটি ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা।
১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিলো। ‘কালিনান’ নামে ওই হীরা ৩ হাজার ১০৬ ক্যারেটের ছিল। এর অংশবিশেষ ব্রিটিশ রাজদরবারে সজ্জিত রয়েছে। সূত্র: এবিসি নিউজ।