সংবাদ শিরোনাম ::
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩৫

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
০৮ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিক্রি ও সেবনের অপরাধে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ৯৯৫ পিস ইয়াবা, ৬.২ গ্রাম হেরোইন, এক কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।