বিধিনিষেধ অমান্য করে কুলখানির আয়োজন, মালিককে অর্থদণ্ড

- আপডেট সময় : ০৮:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ২০৯ বার পড়া হয়েছে
০৯ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
কঠোর লকডাউনে মানিকগঞ্জে লোক সমাগম করে কুলখানির আয়োজন করায় বাড়ির মালিককে অর্থদণ্ড ও খাবার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার বাগজান এলাকার লিটন মিয়ার বাড়িতে সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন এ অভিযান পরিচালনা করেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন বলেন, বাগজান গ্রামে দাদার কুলখানি অনুষ্ঠানের আয়োজন করেছেন লিটন মিয়া এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে গিয়ে এর সত্যতা নিশ্চিত হই। পরে সরকারি বিধিনিষেধ অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং লোক সমাগমের মাধ্যমে জীবন বিপন্নকারী করোনা রোগের সংক্রমণ বিস্তারের ঝুঁকি বাড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড বিধির ১৮৬০ এবং ২৬৯ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
পাশাপাশি দুই শতাধিক লোকের জন্য আয়োজিত সব খাবার জব্দ করে সরকারি শিশু পরিবার ও দুটি বেসরকারি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।