ফুলগাছের সঙ্গে গাঁজার চাষ, যুবক গ্রেপ্তার

- আপডেট সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ২২৭ বার পড়া হয়েছে
১০ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বসতবাড়ির অঙিনায় ফুলগাছের সঙ্গে গাঁজার চাষ করায় আজিজুল ইসলাম শান্ত (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ জুলাই) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শান্ত উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের সবেদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার (১০ জুলাই) সকালে কারাগারে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামে বসতবাড়ির আঙিনায় বেশ কিছু ফুলগাছের সঙ্গে গাঁজার গাছ লাগিয়ে চাষ করে আসছিলেন যুবক শান্ত। এ সংবাদ পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ছোট-বড় মিলে চারটি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।