মেঘনায় শিক্ষকের অবসরজনীত বিদায় সংবর্ধনা
 
																
								
							
                                - আপডেট সময় : ০১:১৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২ ২১৬ বার পড়া হয়েছে
৫ জুন ২০২২ইং, আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি :মেঘনার চন্দনপুর এম.এ উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক দেলোয়ার হোসেন সরকারের  অবসরজনীত বিদায়  সংবর্ধনা প্রদান করেছেন। গত শুক্রবার বিকেলে  বিদ্যালয় মাঠে এ এ সংবর্ধনা প্রদান করেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে  বিদ্যালয়ের সভাপতি আহসান উল্যাহ চেয়ারন্যানের সভাপতিত্বে  সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব ও বিদ্যালয়ের সাবেক সভাপতি  ফরিদ আজিজ,।প্রাক্তন শিক্ষার্থী  বিপিএলসির  সেক্রেটারি  জেনারেল আমজাদ হোসেনের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদের  চেয়ারম্যান, সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা   মোঃ ছমিউদ্দিন।চন্দনপুর এম এ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান ।  প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সৃতিচারনে এক আবেগগন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষককে প্রাক্তনদের পক্ষ থেকে প্রাইজবন্ডসহ বিভিন্ন উপহার ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের সমন্বয়ক  এডভোকেট  আবির হাসান সোহেল ছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের  প্রফেসর নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া  ,  সহযোগী প্রযোজক বিটিভির মনির হোসেন , বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েত উল্যাহ, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য বশির আহমেদ, জহিরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান,মোঃ শাহীন, দুলাল মিয়া,ডা.জসিম,উজ্জল,হুমায়ন,সুজন মেহেদী,আব্দুর রহমান,নাহিদ হাসান,আমজাদ হোসেন,ইসমাইল ফারুক,রাকিবুল  হাসান,,ইসমাইল,ফয়সাল,মেহেদী,
 
																			















