সংবাদ শিরোনাম ::   
                            
                            সিলেট বন্যায় ক্ষতিগ্রস্তদের দুই লাখ টাকা অনুদান দিবেন মেঘনা উপজেলা প্রবাসী কল্যাণ সংঘ
																
								
							
                                
                              							  ডেস্ক রিপোর্ট									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২ ২০৯ বার পড়া হয়েছে
 
৩ আগষ্ট ২০২২ইং আজকের মেঘনা ডটকম,
নিজস্ব প্রতিবেদক।।
সিলেট বানভাসি মানুষের জন্য মেঘনা উপজেলা প্রবাসী কল্যাণ সংঘ দুই লক্ষ টাকা অনুদান দিবেন।  ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে এ  দুই লাখ টাকার অনুদান দেওয়া হবে। তথ্যটি নিশ্চিত করেছেন সংগঠনের এক কর্মকর্তা। কর্মকর্তা জানান দু একদিনের মধ্যেই আমরা মেঘনার গুণীজন, প্রবাসী কল্যাণ সংঘের প্রতিনিধিগণ ও মেঘনার ছাত্র সমাজের উপস্থিতিতে ব্যারিস্টার সুমন সাহেবের নিকট এই অর্থ হস্তান্তর করবো ইনশাল্লাহ। ঐ কর্মকর্তা  এই মহতী উদ্যোগের সঙ্গে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
							
                            
																			














