রাধানগরে আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৮:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে
১৮ জানুয়ারি ২০২৩ইং, আজকের মেঘনা ডটকম,
নাইমুল ইসলাম শহিদ, মেঘনা প্রতিনিধিঃ কুমিল্লার মেঘনায় আজ বুধবার সকাল ১০ ঘটিকায় মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ং রাধানগর ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আন্তঃ ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিল ছাত্র ছাত্রীদের নিত্য, দেশাত্মবোধক গান, কবিতা, যেমন খুশি তেমন সাজো ও অন্যান্য। মেঘনা উপজেলার নির্বাহী অফিসার রাবেয়া আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটন চন্দ্র দে,মেঘনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।