চন্দনপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন সেলিম আহম্মেদ                             
                           
                            
                            
                                
                              							  ডেস্ক রিপোর্ট									
								
                                
                                
                                    
                                        -   আপডেট সময় : 
০১:১৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
	  
                                        	 
										    
																					 ১৯১ 
										
									বার পড়া হয়েছে     
										
										
 
                             
                         
                            
							
							
                            
                                                             
    
    
   	
    
                            
                                ১৬ এপ্রিল ২০২৩ইং, আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মেঘনা উপজেলার ৩নং চন্দনপুর ইউনিয়নের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন সেলিম আহম্মেদ তিনি চন্দনপুর ইউনিয়নে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাভাপতি ও উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক। আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  শনিবার আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের এক সভায়
সেলিম আহম্মেদকে  মনোনয়ন দেওয়া হয়।  বিষয়টি জানিয়েছেন দলটির দপ্তর  সম্পাদক দিলিপ বড়ুয়া। । ঘোষিত তফসিল অনুযায়ী, ওই ইউনিয়নে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার ০৮  মে। উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ২৫ মে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
 
 
 
 
							
                             
                            
                           
                                                    
												
                        
                            নিউজটি শেয়ার করুন