না.গঞ্জে অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৬:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে
২২ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সদরে অজ্ঞাতনামা (১৭) এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ফতুল্লার মধ্য নরসিংপুর বাঁধন গার্মেন্টস সংলগ্ন একটি খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নাজমুল নামে এক ব্যক্তির মালিকানাধীন প্লটে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। লাশের গলা, ঘাড় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এলাকাবাসীর ধারণা, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে তাকে হত্যা করা হতে পারে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, অজ্ঞাতনামা ওই কিশোরকে অন্য এলাকায় হত্যার পর ওই এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানা গেলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।