সংবাদ শিরোনাম ::
ইরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ২৩১ বার পড়া হয়েছে
০৪ জানুয়ারী ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
অস্ত্র মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদ থেকে সাময়িক বরখাস্ত মোহাম্মদ ইরফান সেলিমকে অব্যাহতির আবেদন করেছে পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) দুই মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার ফাইনাল রিপোর্ট আদালতে পাঠিয়েছি। এছাড়া তার দেহরক্ষী মো. জাহিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
তবে সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এখনো প্রতিবেদন জমা পড়েনি বলে জানান মুহাম্মদ দেলোয়ার হোসেন।