সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে পঁচা ডিম দিয়ে খাবার তৈরি করায় মামা ভাগ্নে বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৮:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ২৪২ বার পড়া হয়েছে
৯ মে,২০২১,আজকের মেঘনা ডটকম,
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার ভবানি বাজারে পঁচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি করায় মামা ভগ্নে বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার(৯ মে)দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ খাবারে ক্ষতিকর রং মিশ্রণের অপরাধে মামা ভাগ্নে বিস্কুট ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী জানান,জনস্বার্থে এ ধরনের তদারকি পরবর্তীতেও অব্যাহত থাকবে।
















