সংবাদ শিরোনাম ::
গুজরাটে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১০

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০২:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ২০৩ বার পড়া হয়েছে
১৬ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
ভারতের গুজরাটের আনন্দ জেলায় কার ও ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। তারাপুর ও ভটামানের সাথে সংযুক্ত রাজ্যের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ জুন) সকালে আনন্দ জেলার তারাপুর থানার ইন্দ্রনাজ গ্রামের কাছে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।
তারাপুর থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আনন্দ জেলার তারাপুরকে আহমেদাবাদ জেলার ভাতামানকে সংযোগকারী একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি বলেন, গাড়িতে একটি শিশুসহ মোট ১০ জন যাত্রী ছিল, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তারা সবাই নিহত হয়েছেন।
ওই কর্মকর্তা জানান, গাড়ির ভেতর থেকে লাশগুলো বের করা হয়েছে। নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।