থানার কোয়ার্টার থেকে ওসির মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১০:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
০৮ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা দেড়টার দিকে থানা ভেতরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপরিদর্শক (এসআই) শাহবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফয়জুর রহমানের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়। তিনি গত মাসে পোড়াদহ রেলওয়ে থানার যোগদান করেছিলেন।
এসআই শাহবুদ্দিন বলেন, ‘থানার ভেতরে কোয়ার্টারে থাকতেন ওসি স্যার। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দুপুরের খাবার দিতে গেলে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে দেখা যায়, তিনি বাথরুমে অচেতন অবস্থায় পড়ে আছেন।’
তিনি আরো বলেন, ‘ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’