সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানা যাবে সন্ধ্যায়

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৫:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ২১৯ বার পড়া হয়েছে
২৮ নভেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।
রোববার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা আজ রোববার সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।’
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১৩ নভেম্বর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন ১৪ নভেম্বর খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়।