মেঘনায় ভোটেই হচ্ছে বিএনপির কমিটি!
- আপডেট সময় : ০৬:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ ৪১৪ বার পড়া হয়েছে
২৮ সেপ্টেম্বর ২০১৯, আজকের মেঘনা ডটকম, বিশেষ প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির কমিটি ভোটের মাধ্যমেই হচ্ছে ! একাধিক বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায় দলের সিনিয়র নেতাদের মধ্যে কেউ কেউ পূর্বের কমিটি থাকার পক্ষে আবার কেউ কেউ নতুন করে কমিটি করার পক্ষে এমনকি ভোটের মাধ্যমে হলেও প্রস্তুত অনেক দায়িত্বশীল নেতারা। খুব শিগগিরই সিনিয়র নেতাদের দ্বারা নির্বাচন কমিশন গঠন করে উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে। সূত্র মতে এই পর্যন্ত সভাপতি পদে ৩ জনের নাম শুনা যাচ্ছে তারা হলেন বিএনপির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, সাধারণ সম্পাদক আজহারুল হক শাহিন, সিনিয়র সহ সভাপতি আব্দুল অদুদ মুন্সী,সাধারণ সম্পাদক পদে ২ জনের নাম শুনা যাচ্ছে তারা হলেন বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ও রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাবুদ্দিন। তবে আরো প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এ ভোটের ভোটার হবে বলে জানা গেছে।
















