সংবাদ শিরোনাম ::   
                            
                            মেঘনা নদীতে ট্রলার – ড্রেজার দূর্ঘটনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
 
																
								
							
                                
                              							  ডেস্ক রিপোর্ট									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০ ২২৩ বার পড়া হয়েছে
২৪ আগষ্ট ২০২০,আজকের মেঘনা ডটকম , মহসিন ভূইয়া : কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা নদীতে ট্রলার দূর্ঘটনায় নিখোঁজ হওয়া যুবক শাকিলের মরদেহ উদ্ধার। ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে মরদেহ জানালেন চালিভাংগা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইমন চৌধুরী। ফাড়ি সূত্রে জানা যায় আজ রাত ১.৩০ টার দিকে হঠাৎ যুবকটি যেখানে নিখোঁজ হয়েছে এর ২০০ ফুট দূরে ভেসে উঠে পরে স্থানীয়রা উদ্ধার করে নৌ পুলিশ ফাড়িতে খবর দিলে মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন। উল্লেখ্য গত ২২ আগষ্ট সকালে উপজেলার নলচর গ্রামের মুকবুল হোসেনের ছেলে ট্রলার চালক শাকিল ড্রেজারের সাথে ধাক্কা লেগে নদীতে পরে নিখোঁজ হয় পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৪ ঘন্টা উদ্ধারের চেষ্টা চালিয়ে ও উদ্ধার করতে সক্ষম হয়নি।
 
																			














