সংবাদ শিরোনাম ::
মিশরে শান্তিরক্ষী বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০২:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ২০১ বার পড়া হয়েছে
১১ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
মিশরের সিনাইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সাত জন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার ইসরায়েলি সূত্র জানিয়েছে।
ইসরায়েলের বহুজাতিক বাহিনী ও পর্যবেক্ষকদের দপ্তর (এমএফও) হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি স্বীকার করেছে। তবে তদন্ত চলমান থাকায় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সংস্থাটি।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।
এমএফও’র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সিনাইয়ে যুক্তরাষ্ট্র ও ১২ টি দেশের এক হাজার ১৫৪ জন সেনা মোতায়েন রয়েছে। এদের মধ্যে ৪৫২ জন যুক্তরাষ্ট্রের।