ভারতের মধ্যপ্রদেশের বিদিশায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় লাল পাঠার গ্রামে কুয়া থেকে একটি শিশুকে উদ্ধার করতে গিয়ে আরও ৩০ জন পড়ে গেছেন। এ ঘটনায় মারা গেছেন ৩ জন। উদ্ধার কাজে সেখানে রয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ দল।
বৃহস্পতিবার (১৫ জুলাই) এই ঘটনা ঘটে। শুক্রবার (১৬ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম বাংলা আজতাকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সম্পর্কিত খবর
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, লাল পাঠার গ্রামে কুয়ায় পড়ে গিয়েছিল এক শিশু। তাকে উদ্ধার করতে এবং সেই কাজ দেখার জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। আর তখনই বাঁধে বিপত্তি। ওই কুয়ায় পড়ে যান অন্তত ৩০ জন।
স্থানীয় পুলিশ জানায়, ইতোমধ্যে কুয়া থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ জনের কোনো হদিস মেলেনি।
পুলিশ আরো জানায়, এই ঘটনায় মারা গিয়েছেন ৩ জন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনাস্থলে এনডিআরএফ ও এসডিআরএফ দল পাঠানোর সিদ্ধান্ত নেন। এছাড়াও মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।
নিউজ সোর্স: PPBD
ছবি সোর্স: PPBD