রাজধানীর গুলিস্তানে ফোয়ারার পাশে ট্রাকের চাপায় একটি খাবার হোটেলের দুই কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন জাকির হোসেন (৩০) ও শাকিল (১৫)।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাকির বঙ্গবন্ধু এভিনিউ এলাকাতে থাকতেন। তার বাবার নাম নুরুল ইসলাম। জাকির ও শাকিল দীর্ঘদিন ধরে রাজ হোটেলে কাজ করছেন।
এ সম্পর্কিত খবর
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক বলেন, নিহতরা গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রাজ হোটেলের কর্মচারী। তারা ওই এলাকাতেই থাকতেন। রাতে কাজ শেষে গুলিস্তান ফোয়ারার পাশে ডাস্টবিনে হোটেলের ময়লা ফেলতে যায় জাকির ও শাকিল। ময়লা ফেলে হোটেলে ফেরার সময় একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই টহলরত পুলিশ ট্রাকটি জব্দ করে এর চালককে আটক করে পল্টন থানায় নিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, নিহত জাকিরের বাবার নাম নুরুল ইসলাম। বিস্তারিত কিছু জানা যায়নি।
রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান জানান, শাকিল ও জাকির অনেকদিন ধরেই হোটেলটিতে কাজ করে আসছিলেন। তারা হোটেলেই থাকতেন।
নিউজ সোর্স: PPBD
ছবি সোর্স: PPBD