চীন থেকে কেনা সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ২০ লাখ ডোজ টিকার মধ্যে ১০ লাখ টিকা শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে টিকা বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া আরও ১০ লাখ টিকা রবিবার (১৮ জুলাই) রাত ৩ টায় পৌঁছাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
এদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট প্রথম ব্যাচের ১০ লাখ এবং ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ব্যাচের ২০ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়।
এ সম্পর্কিত খবর
এর আগে চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা ১২ মে এবং ছয় লাখ ডোজ টিকা ১৩ জুন ঢাকায় পৌঁছায়।
এরপর সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ২ জুলাই দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
রাজধানীসহ সারাদেশের হাসপাতালে চীন সরকারের উপহার দেয়া সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হয় ১৯ জুন।চলতি বছরের ৭ মে সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর দেশেও এ টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়।
নিউজ সোর্স: PPBD
ছবি সোর্স: PPBD