পাঁচ বেলা খাব । ওমর ফারুক প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ৭, ২০১৯ পাঁচ বেলা খাব ওমর ফারুক দুপুর বেলা খাবার খেয়ে বিশ্রাম নিতে যাব বিকেল শেষে সন্ধ্যা হলে নাস্তা পানি খাব। রাতের খাবার খাওয়া শেষে যাব ঘুমের দেশে ভোর সকালে ভোরে ভোরে উঠবো বীরের বেশে। সকাল বেলায় খাবার খাব আগ দুপুরেও ঠিক তখন আমার দেহ খানা করবে ঝিক মিক। (সূর্যি পাখির ছড়া, পৃষ্ঠা-৫) SHARES আরও পড়ুন যখন দ্বিধায় থাকি…ব্যায়াম- বিতর্কে নুসরাত ফারিয়া ভাইরাল সেই ‘বৃষ্টিনাচ’ নিয়ে গণমাধ্যমকে যা বললেন কাজল