সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় ৬ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী আটক।
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে
১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,আল – মামুন :
কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানাধীন, বিত্তিপাড়া হতে সকাল ৭ টায় কুষ্টিয়া জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার এস.এম.তানভীর আরাফাত, পিপিএম (বার)””ঈদের আগে ওয়ারেন্ট ধরার””কৌসল প্রয়োগ করে, হরিনারায়ণ পুর ক্যাম্পের
এ.এস.আই ওয়াজেদ আলী কে সাথে নিয়ে ওসি রতন শেখ,৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী শুকুর আলীকে গ্রেপ্তার করে।ওসি রতন শেখ আরো বলেন,তার পিতা,মৃত মকবুল হোসেন মোলমোল্লা সাং মৃত্তিকা পাড়া।এই আসামী বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে দির্ঘ ৬ বছর পলাতক ছিলো, তিনি হয়তো ভুলেই গিয়েছেন আইন, আসামমীকে ধরবেই কোন একদিন।যে দিন ছিলো আজ।