দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
- আপডেট সময় : ০৬:৩২:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯ ২৯৫ বার পড়া হয়েছে
৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলি কেড়ে নিল এক প্রবাসী বাংলাদেশির প্রাণ। রোববার (২ জুন) জোহানেসবার্গের ইস্টরেন্ডের ডিপসলোট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন (২৪) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বেপারীপাড়ার এস্তেফাজ উদ্দীনের ছেলে। তিনি গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম ডি জুনাইদ।
নিহত শাহাদাত হোসেনের প্রতিবেশী যুবলীগ নেতা কাইসার হাসান বাপ্পী জানান, বড় ভাই রুবেলের ব্যবসায় সময় দিতে শাহাদাত ছয় মাস আগে দক্ষিণ আফ্রিকায় যান। বাংলাদেশ সময় গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে তিন-চারজন সশস্ত্র ডাকাত ওই দোকানে ঢুকে লুটপাট করে। ডাকাতি করে চলে যাওয়ার সময় তারা শাহাদাতকে লক্ষ্য করে গুলি করে। পরে বড় ভাই রুবেল ও অন্য প্রবাসীরা গুলিবিদ্ধ শাহাদাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তিন ভাই ও দুই বোনের মধ্যে শাহাদাত হোসেন পঞ্চম। তাঁর মৃত্যুতে বাড়িতে চলছে শোক। স্বজনদের কান্না কেউ থামাতে পারছে না। উল্লেখ্য, এর আগেও চাঁদা না দেয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় বেশকিছু বাংলাদেশি প্রবাসীকে সন্ত্রাসীরা হত্যা করেছে।