সংবাদ শিরোনাম ::
রাজধানীতে এক্সিম ব্যাংকের এসি বিস্ফোরণে পথচারী নিহত
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৮:৩৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯ ২০৭ বার পড়া হয়েছে
১০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ডেস্ক নিউজ:: রাজধানীর শনির আখড়ায় এক্সিম ব্যাংকের এসি বিস্ফোরণে একজন পথচারী নিহত হয়েছেন। তার নাম ফরিদ আহমেদ। আজ সোমবার সকাল ১০টায় আরএস টাওয়ারের দোতালা ও তিনতলায় অবস্থিত এক্সিম ব্যাংকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলের বর্ণনা দিয়ে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে পড়েছে। ব্যাংকের জানালা দরজার কাঁচ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এ সময় ওই ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়া ফরিদ আহমেদ নিহত হন।
এ ঘটনায় আরো ১০/১২ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।