মেঘনায় হেল্প ফাউন্ডেশনের উদ্যেগে ‘ যৌতুক ও মাদক বিরোধী’ শ্লোগানে ফুটবল টুর্নামেন্ট
- আপডেট সময় : ১২:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯ ৩৩৪ বার পড়া হয়েছে
১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী শ্লোগানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাধানগর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় মুগারচর উদয়ন ক্লাব।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ইমাম, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, দৈনিক যুগান্তর পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি ফারুক হাসান, মেঘনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মেঘনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ