ফুলগাজীতে বাড়তি ভাড়া আদায়ের দায়ে সিএনজি চালকের জরিমানা।
- আপডেট সময় : ০৩:৩৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে
১২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ফুলগাজীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে ১৬ সিএনজি অটোরিক্সা চালকের ৭ হাজার ৮ শ সত্তর টাকা জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার ১১ জুন দুপুরের পর থেকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সীর হাট বাজারে এ অভিযান চালানো হয়।অভিযান পরিচালনা করেন,ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃসাইফুল ইসলাম।
নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান,বাজারে অবৈধ অটোরিক্সা পার্কিং, সড়কে ফিটনেস বিহীন গাড়ি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১৬ টি সিএনজি অটোরিক্সা চালকের কাছ থেকে ৭ হাজার ৮ শ ৭০ টাকা জরিমানা আাদায় করা হয়েছে।এ সময় নির্বাহী অফিসার সড়কে চলাচলরত বেশ কিছু গাড়ি চালককে সতর্ক করে দেন।অভিযানকালীন নির্বাহী অফিসারের সাথে ফুলগাজী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃজসিম উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।