হোমনায় ধর্ষণ মামলার আসামীকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে
২৬ জুন ২০১৯, আজকের মেঘনা ডটকম, হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় প্রতিবন্ধি ধর্ষণ মামলার আসামীকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টার দিকে শ্রীমদ্দি গ্রামবাসির উদ্যোগে হোমনা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দ্রন লাল রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. রফিকুল ইসলাম ও বর্তমান আহবায়ক মো. জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক ফয়সাল সরকার, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নেতা মো. মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা মো. মেহেদী মিরাজ,মোঃ ইয়াসিন ,কাউসার আহাম্মেদ,মোঃ হারুন অর রশিদ,মোঃ জাকির হোসেন সহ কয়েক শত গ্রামবাসি অংশ গ্রহন করে আসামী গ্রেফতারের দাবী জানানো হয়। মানববন্ধনে প্রতিবন্ধি মেয়েটির বাবা আঃ মোতালিব বলেন ধর্ষক মঙ্গল মিয়ার ছেলে মেয়েরা মামলা প্রত্যাহার করতে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে।তিনি আরো বলেন, মঙ্গল মিয়া ও তার ছেলে গ্রামের নুরুল ইসলাম হত্যা মামলার আসামী। তারা যে কোন সময় আমার ক্ষতি করতে পারে। তাই ামার মেয়ের ধর্ষনকারী মঙ্গল মিয়াকে দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পৌর সভার ৭নং ওয়ার্ডের শ্রীমদ্দি গ্রামের মৃত রোসমত অলী বেপারীর ছেলে মঙ্গল মিয়া (৬৫) একই গ্রামের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। গত সোমবার (২৪ জুন) রাতে মেয়েটির বাবা বাদি হয়ে হোমনা থানায় ধর্ষক মঙ্গল মিয়ার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। হোমনা থানা মামলা নং- ১৩, তারিখ- ২৪/৬/২০১৯ ইং। কিন্ত এখন পর্যন্ত ধর্ষক মঙ্গল মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আমিনুর রসুল বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করতে পরবো। কিন্ত হুমকির বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।