ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মূর্খ ডিগ্রিধারী- মোহাম্মদ সোহেল রানা সরকার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯ ৩৪৯ বার পড়া হয়েছে

 

 

৩০ জুন  ২০১৯, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

 

মূর্খ ডিগ্রিধারী-
মোহাম্মদ সোহেল রানা সরকার।

ডিগ্রিই শুধু করলে গ্রহণ
শিখলেনা আর কিছু,
পেটের ভিতর হিংসার বোতল
অযথা মানুষকে করো নিচু।
মানুষের মতই গঠন তোমার
দেখতেও অনেক বেশ,
ভিতরটাতে নোংরামি ছাড়া
নেই মনুষ্যত্বের রেশ।
আকাশ কুসুম চিন্তা তোমার
দেখছ সবই এক,
বলছি তোরে ওরে নরাধম
চশমা খুলে দেখ।
অস্ত্রধারী আর ডিগ্রিধারী
নেই ভেদাভেদ সেথা,
ডিগ্রিধারীর নিকৃষ্ট আচরণে
কেউ যদি পায় ব্যথা।
অহংকারী মন আর সুন্দর দেহ
ধ্বংস হবে যখন,
খোদার বিচারে সব হারায়ে
করবি কিরে তখন?
মূর্খের চেয়েও মূর্খরে তুই
পশুর চেয়েও অধম
স্বীয় অপরাধ বুঝতে পেরে
কাঁদবি যখন তখন।
অহংকার যদি হয়রে কারো
পতন হওয়ার মুল,
মনে রাখিস তুই,
তোর পতনের দিন আসবে একদিন,
সময় করবেনা ভুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

মূর্খ ডিগ্রিধারী- মোহাম্মদ সোহেল রানা সরকার

আপডেট সময় : ০১:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯

 

 

৩০ জুন  ২০১৯, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

 

মূর্খ ডিগ্রিধারী-
মোহাম্মদ সোহেল রানা সরকার।

ডিগ্রিই শুধু করলে গ্রহণ
শিখলেনা আর কিছু,
পেটের ভিতর হিংসার বোতল
অযথা মানুষকে করো নিচু।
মানুষের মতই গঠন তোমার
দেখতেও অনেক বেশ,
ভিতরটাতে নোংরামি ছাড়া
নেই মনুষ্যত্বের রেশ।
আকাশ কুসুম চিন্তা তোমার
দেখছ সবই এক,
বলছি তোরে ওরে নরাধম
চশমা খুলে দেখ।
অস্ত্রধারী আর ডিগ্রিধারী
নেই ভেদাভেদ সেথা,
ডিগ্রিধারীর নিকৃষ্ট আচরণে
কেউ যদি পায় ব্যথা।
অহংকারী মন আর সুন্দর দেহ
ধ্বংস হবে যখন,
খোদার বিচারে সব হারায়ে
করবি কিরে তখন?
মূর্খের চেয়েও মূর্খরে তুই
পশুর চেয়েও অধম
স্বীয় অপরাধ বুঝতে পেরে
কাঁদবি যখন তখন।
অহংকার যদি হয়রে কারো
পতন হওয়ার মুল,
মনে রাখিস তুই,
তোর পতনের দিন আসবে একদিন,
সময় করবেনা ভুল।