মেঘনায় পুলিশি সেবা দিতে চালু হলো” আপনার ওসি “
- আপডেট সময় : ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ১৬৭ বার পড়া হয়েছে
২৬ ডিসেম্বর ২০১৯, আজকের মেঘনা ডটকম,
মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় পুলিশি সেবা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দিতে চালু হলোচ্ আপনার ওসি চ্ । আজ বৃহস্পতিবার মানিকার চর বাজারে এ সেবার উদ্বোধন করেন মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ সালাম। মানিকার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সী তপন, বেলাতে হোসেন ভূইয়া,মানিকার চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া,আবুল কাসেম ইটালি প্রমুখ। এ সময় ওসি আ: মজিদ সাধারণ মানুষ কে লক্ষ্য করে বলেন সমাজে ছোট খাটো ঘটনা প্রতিনিয়ত ঘটছে যে অভিযোগ নিয়ে থানায় সাধারণ মানুষ যেতে বিব্রত বোধ করে বা অন্য কোন উপায়ে সমাধান হচ্ছে, । তাই সঠিক বিচার বা অভিযোগ যাই অতি সহজে পুলিশের কাছে যেন দিতে পারেন সে লক্ষ্যে প্রতি সপ্তাহে ওসি আসবে আইনি সেবা দিতে আপনাদের পাশে। এই সেবা টির নামকরণ করা হয়েছে আপনার ওসি।