সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে, নিহত ১, আহত ১৪
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৭:১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ ১৫৮ বার পড়া হয়েছে
২৯ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টি.. কম, ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকাগামী স্টারলাইন একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপরে উঠে জিয়া উদ্দিন নামের একজন পুরুষ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৪ জন।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিবাজার এলাকার নারায়নসার সড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহত জিয়াউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।
আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই স্টারলাইন বাসের যাত্রী।
নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, ঢাকাগামি স্টারলাইন বাসটি একটি সাইকেলবাহি যাত্রীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপরে উঠে গেলে এ হতাহতের ঘটে।